স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজটি। তবে এর আগে ভারতের বোলিং লাইনআপ নিয়ে নিজেদের দুঃশ্চিন্তার কথা শুনিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক টেম্বা বাভুমা।
দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের বোলাররা। পেস ও স্পিন দুই বিভাগেই দলটি দারুণ পারফর্ম করছে। বিশ্বকাপে স্বাগতিক থাকা ভারতের এই বোলিং লাইনআপে গ্রুপ পর্বের ম্যাচে কাবু হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
এরপর দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে এসেও, সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তাদের বিপক্ষে দারুণ করেছেন ভারতের বোলাররা। টেস্ট সিরিজের আগে তাই এটি নিয়ে তাই চিন্তার ভাঁজ প্রোটিয়াদের কপালে। নিজেদের ঘরের মাঠে খেললেও, নির্ভার থাকতে পারছে না দলটি।
ভারতের বোলারদের নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘সত্যি বলতে, আমরা নিজেদের কন্ডিশনের সাথে খুব বেশি পরিচিত, তাই সবাই ভাবছে আমরা এখানে নিজেদেরকে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। কিন্তু, আপনাকে এটাও মানতে হবে যে ভারতীয় বোলিং খুব শক্তিশালী। তাদের দলে বিশ্বমানের বোলার রয়েছে। তাই তাদের বিপক্ষে ঘরের মাঠে খেলাটাও সহজ হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post