নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ক্যাপিটালসের পর খুলনা টাইগার্সকেও হারাল সিলেট স্ট্রাইকার্স। আগের ম্যাচে জয়ের ধারায় ফেরা আরিফুল হকের দল রোববার খুলনার বিপক্ষে জিতেছে ৮ রানে। জাকির হাসান ও রনি তালুকদারের ফিফটিতে আগে ব্যাট করে ১৮২ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। রান তাড়ায় ১৭৪ রানে থামে খুলনা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিলেন খুলনার দুই ওপেনার উইলিয়াম বোসিস্টো ও মোহাম্মদ নাঈম। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই নাঈমকে বোল্ড করেন নাহিদুল ইসলাম। দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারায় খুলনা। ইমরুল কায়েস ৩ বলে ২ রান করেই সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে দারুইশ রাসুলিকে নিয়ে এগোনোর চেষ্টা করেন বোসিস্টো। কিন্তু রাসুলিকে থামান রিস টপলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৫ রান।
অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১৫ রানের বেশি করতে পারেন নি। মিডল অর্ডারে মোহাম্মদ নওয়াজ ও মাহিদুল ইসলামের ব্যাটে ম্যাচে ফেরে খুলনা। তবে তারা কেউই দলের ত্রাতা হতে পারেন নি। ১৮ বলে ৩৩ রান করে ফেরেন নওয়াজ। মাহিদুল করেন ১৬ বলে ২৮ রান। শেষদিকে আবু হায়দার ৬ বলে ১৪ রানে জয়ের স্বপ্ন দেখছিল খুলনা। কিন্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন তিনি। সিলেটের হয়ে ২টি করে উইকেট নেন রিস টপলি, রুয়েল মিয়া ও তানজিম হাসান সাকিব। এর আগে জাকির হাসানের ঝড়ো ফিফটি ও রনি তালুকদারের ব্যাটে ১৮২ রানের পুঁজি পায় সিলেট। দারুণ এক ফিফটির সুবাদে আগের ম্যাচের মত এই ম্যাচেও সেরার পুরস্কার জেতেন সিলেটের ব্যাটার জাকির। \
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০