নিজস্ব প্রতিবেদকঃ টানা দুই হারের পর অবশেষে জয়ে ফিরলো রংপুর রাইডার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। ব্যাট হাতে শোয়েব মালিক ও আজমতউল্লাহ ওমরজাইদের দারুণ পারফম্যান্সের পর বল হাতে হারিস রউফ-রাকিবুলদের কারিশমায় জিতলো রংপুর। অপরদিকে হারের বৃত্তেই থাকলো চট্টগ্রাম।
রংপুরের দেওয়া ১৮০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ১১ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার উসমান খান, খাজা নাফে ও তৌফিক খান তুষার। এরপর দারউইস রাসুল ও শুভাগত হোম মিলে গড়ে তুলেন ৬৬ রানের জুটি। দলীয় ৭৭ রানে প্যাভিলিয়নে ফেরেন দারউইস রাসুলি। এর আগে তিনি করে যান ১৭ বলে ২ বাউন্ডারিতে ২১ রান।
পরবর্তীতে জিয়াউর রহমানের সাথে ২৬ রানের জুটি গড়েন শুভাগত। জিয়াউর ফেরায় এই জুটি ভাঙলে হার নিশ্চিত হয়ে পড়ে চট্টগ্রামের। ১২ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৪ রান করেন জিয়াউর। এক প্রান্ত আগলে রেখে খেলা শুভাগত অবশ্য ফিফটি হাঁকিয়েই ফেরেন। ৩১ বলে ৪টি করে চার ও ছয়ের মারে ৫২ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। মাত্র ১৬.৩ ওভারে ৯ উইকেটে ১২৪ রানে থামে চট্টগ্রামের ইনিংস। এদিন চোটের কারণে ব্যাট করতে নামেননি আফিফ হোসেন ধ্রুব।
রংপুরের হয়ে ৩.৩ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন হারিস রউফ। ৪ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট লাভ করেন রাকিবুল হাসান।
এর আগে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের ফেরার দিনে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। মেইকশিফট ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে এদিন সুবিধা করতে পারেননি শেখ মেহেদী হাসান। দলীয় ২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এরপর দলীয় ২৬ রানের মাথায় ড্রেসিং রুমের পথ ধরেন টপ অর্ডারে নামা পারভেজ হোসেন ইমন। দলীয় ৫০ রান পূরণের আগে আউট হন ওপেনার নাইম শেখ। এর আগে ২৯ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করেন তিনি। চতুর্থ উইকেটে অভিজ্ঞ শোয়েব মালিক ও ওমরজাই মিলে গড়ে তুলেন ১০৫ রানের দারুণ জুটি।
আর সেই জুটিতেই ভর করে বড় রানের পুঁজি পায় রংপুর শিবির। ২৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ক্যামিও খেলে আউট হন ওমরজাই। তবে ৪৫ বলে ৫টি করে চার ও ছক্কার মারে ৭৫ রান করে অপরাজিত থাকেন মালিক।
চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান রানা। ৩ ওভারে ১৩ রান খরচায় ২টি উইকেট লাভ করেন অধিনায়ক শুভাগত হোম।
এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসলো রংপুর। বর্তমানে ৬ ম্যাচ খেলে তিনটি করে জয় ও পরাজয়ে ৬ পয়েন্ট তাদের নামের পাশে। অপরদিকে ৭ ম্যাচ খেলে দুই জয় ও পাঁচ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান চট্টগ্রামের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post