নিজস্ব প্রতিবেদকঃ আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বুধবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্দর নগরীর দর্শকদের জন্য টিকিট সংক্রান্ত তথ্য দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকেই চট্টগ্রামের ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সর্বনিম্ন মাত্র ২০০ টাকায় বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। চট্টগ্রাম পর্ব চলবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। মাঝে ১৫ ও ১৮ জানুয়ারি থাকবে বিরতি। দিনে দুইটি করে ৬ দিনে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।
ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামের মত চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথমটি দুপুর দেড়টায়। পরেরটি সন্ধ্যা সাড়ে ৬টায়। কেবল শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় শুরু আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।
Discussion about this post