নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের লড়াই শুরু হবে ৩০ মার্চ থেকে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকায় দেখা যাবে খেলা।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ২০০ টাকা। ৩০০ টাকা টিকিটে ক্লাব হাউসে বসে দেখা যাবে খেলা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে শান্ত-সাকিবদের ম্যাচ দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা।
আর রুফ টপ হসপিটালিটিতে বসে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ১ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসেও খেলা দেখতে একই অর্থ ব্যয় করতে হবে দর্শকদের। সাগরিকা টিকিট কাউন্টারে পাওয়া যাবে সব ধরনের টিকিট। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post