স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে আসেননি দিনেশ চান্দিমাল। পারিবারিক প্রয়োজনে টেস্টের মাঝপথেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরে যেতে হচ্ছে দেশে। শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার সকালে বিবৃতিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন চান্দিমাল। জরুরি পারিবারিক মেডিকেল প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হচ্ছে তাকে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ বল খেলে ৫৯ রান করেছিলেন চান্দিমাল। তবে দ্বিতীয় ইনিংসে ৭ বলে ৯ রান করেই হাসান মাহমুদের শিকারে পরিণত হন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তাকে ছাড়াই ফিল্ডিংয়ে নামতে হবে লঙ্কানদের। এই টেস্টে অবশ্য এরই মধ্যে চালকের আসনে বসেছে সফরকারীরা। অলৌকিক কিছু না ঘটলে সিরিজ জিতেই দেশে ফিরে যাবে লঙ্কানরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে মঙ্গলবার সকালে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশকে তাড়া করতে হবে ৫১১ রানের লক্ষ্য। এতো রান তাড়া করে টেস্টে জয়ের রেকর্ড নেই কোনো দলেরই। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ২১৫ রানের। সেটাও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে চলতি টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩১ রানের জবাবে বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post