স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসিদের প্রধান কোচ চাকরি ছেড়ে দিয়েছেন। ইন্টার মিয়ামির হয়ে দারুণ সফল হওয়া কোচ জেরার্দো তাতা মার্তিনো পদত্যাগ করেছেন। মেসিদের ডাগআউটে আর দাঁড়াবেন না তিনি। মেজর লিগের ক্লাব মিয়ামিতে যোগ দিয়েই একাধিক শিরোপা জেতা এই কোচ চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
জেরার্দো তাতা মার্তিনোরর অধীনে মিয়ামি সবার শীর্ষে থেকে জিতেছে সাপোর্টার্স শিল্ড। জিতেছেন লিগ কাপসও। তবে নতুন বছরের তাকে আর দেখা যাবে না ইন্টার মায়ামির ডাগআউটে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকুরী ছেড়েছেন এই আর্জেন্টাইন কোচ।
কোচের চাকরি ছাড়া নিয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেয়নি ইন্টার মিয়ামি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে এই খবর। মিয়ামি আগামি শুক্রবার আনুষ্ঠানিক ভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলবেন বিদায়ী কোচ জেরার্দো তাতা মার্তিনো ও ক্লাবটির শীর্ষ কর্মর্তারা।
আগের আসরগুলোতে ব্যর্থ মিয়াি মার্তিনোর অধীনে গত মৌসুমেই প্রথমবারের মতো কোনো শিরোপা জিতে। মেসিরা লিগস কাপ জিতে নেয় তারা। এবার তো রেকর্ড গড়ে জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। ৭৪ পয়েন্ট তুলে নেই দলটি, যা মেজর লিগ সকারের ইতিহাসেই সর্বোচ্চ। তবে এমএলএস কাপে প্লে অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে দলটি।
মিয়ামির কোচের দায়িত্ব পালনের আগে জেরার্দো তাতা মার্তিনো মেক্সিকো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় তিন বছরের মতো বেশি সময় জাতীয় দলটির ডাগআউটে ছিতিন। এর আগে ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে এমএলএস কাপের শিরোপা জিতিয়েও চুক্তি নবায়ন করেননি এই আর্জেন্টাইন। মেক্সিকোর পর মিয়ামির দায়িত্ব নিয়ে দলটিকে শিরোপা জিতিয়ে এবার চাকরি ছাড়লেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০