স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ১৩তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা। এর মধ্য দিয়ে ১৪টি শিরোপা জিতে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।
ম্যাচের মাত্র ১০ মিনিটে দুই গোল করে বসেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ফাইনালে কার্লো আনচেলত্তির শিষ্যরাও ম্যাচটি তখনই নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। ৩৩ মিনিটে রবার্ত লেভানডফস্কি দুর্দান্ত ভলিতে একটি গোল শোধ করে ম্যাচে ফেরাতে চেয়েছিলেন বার্সাকে। কিন্তু এর ৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধের ছন্নছাড়া অবস্থাটা দ্বিতীয়ার্ধে কিছুটা কাটিয়ে উঠেছিল জাভির দল। কিন্তু ৬৪ মিনিটে রিয়ালের ব্যবধানটা ৪-১ করেন ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।
ম্যাচ শেষে জাভি বলেন, ‘আত্মবিশ্বাস আছে, কোচের দায়িত্বে থেকে যাওয়ার। অবশ্যই আত্ম-সমালোচনা করতে হবে আমাদের, অনেক কিছুই শোধরাতে হবে। তবে বার্সেলোনায় নিজের পরিকল্পনায় আমার আস্থা আছে এবং এখনও মৌসুমটা আমরা দুর্দান্ত কাটাতে পারি। আজকের পারফরম্যান্সের জন্য নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। তবে বিশ্বাস ধরে রাখার অনেক কারণও আছে। আমার কোচিংয়ে গত মৌসুমে দুটি ট্রফি জয় করেছি আমরা। খুব বেশি আগের কথা এটা নয়। আজকের দিনটি কঠিন ছিল, এজন্য সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, কিন্তু আমাদের পক্ষে যুক্তিও আছে অনেক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post