স্পোর্টস ডেস্কঃ বরখাস্ত হয়েছেন জার্মানির কোচ হ্যানসি ফ্লিক। গতকাল রাতে নিজেদের মাঠে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ গোলে হারে জার্মানরা। দলের এমন পারফরম্যান্সে চাকরি হারাতে হয়েছে তাঁকে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফ্লিককে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি।
এদিকে শুধু ফ্লিকই নন, তার সহকারী দুই কোচ মার্কাস সর্গ এবং ড্যানি রোহলকেও একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্রীড়া পরিচালক রুডি ফোলারকে নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। তাকে সহায়তা করবেন হ্যানেস উলফ এবং স্যান্ড্রো ওয়াগনার। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডে দলের দায়িত্ব নেবেন তারা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বার্ন্ড নিউয়েনডর্ফ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ের হতাশাজনক ফলাফলের পর জার্মান জাতীয় দলের একটি নতুন অনুপ্রেরণা প্রয়োজন বলে কমিটি মনে করছে। পরের গ্রীষ্মে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে, দল নিয়ে আমাদের আত্মবিশ্বাস এবং আশাবাদ দরকার।’
আগামী বছর ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জার্মানি। এ জন্য ইউরো বাছাই খেলতে হচ্ছে না তাদের। কিন্তু প্রীতি ম্যাচে যেভাবে পারফরম্যান্স করছে সেটি সন্তুষ্ট হওয়ার নয়। ২০১৮ বিশ্বকাপের প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর থেকে উল্টোরথে চারবারের চ্যাম্পিয়নরা। ২০২২ বিশ্বকাপেও নকআউট পর্বে খেলা হয়নি তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post