স্পোর্টস ডেস্কঃ চাকরি হারালেন সেভিয়ার কোচ দিয়েগো আলোনসো। দলের ধারাবাহিক ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার ৬৭ দিনের মাথায় ছাঁটাই করা হয়েছে এই কোচকে। উরুগুয়ের এই কোচের সময়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচেই জিততে পারেনি স্প্যানিশ ক্লাবটি।
গত অক্টোবরে আলোনসোকে দায়িত্ব দেয় সেভিয়া। চলতি মৌসুমে লা লিগায় ১৬ ম্যাচে ২ জয়, ৭ ড্র ও ৭ হারে ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি। এমন পারফরম্যান্সে এখন অবনমনের শঙ্কাতে স্পেনের শীর্ষ লিগের অন্যতম সেরা এই ক্লাব। অবনমন অঞ্চলে থাকা ১৮তম দল কাদিজের পয়েন্টও এখন ১৬ ম্যাচে ১৩।
৪৮ বছর বয়সী আলোনসো এর আগে উরুগুয়ে জাতীয় দল এবং মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির কোচিং করিয়েছেন। তাঁকে বিদায় করে দেওয়া এক বিবৃতিতে সেভিয়া জানায়, ‘দিয়েগো আলোনসোকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর চেষ্টার জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য আমরা তাঁকে শুভকামনা জানাচ্ছি।’
গত মৌসুমে দলকে ইউরোপা লিগ জেতানো লুইস মেন্দিলিবারকেও এই মৌসুমের শুরুর ব্যর্থতার জন্য বরখাস্ত করে সেভিয়া। তার উত্তরসূরি হিসেবে যোগ দিয়ে একই পরিণতি হলো আলোনসোর। সেভিয়া অধ্যায়ে তিনি মাত্র দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলেন। তার কোচিংয়ে সেভিয়া যে দুটি ম্যাচ জিতেছে, সেটা কোপা দেল রেতে; দুটোই নিচের স্তরের দলের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post