স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আগামী জুনে প্রতিবেশি আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক চার দিনের একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। মূলত অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে আইরিশদের আতিথ্য দেবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইসিবি।
আইরিশদের বিপক্ষে লাল বলের ম্যাচে ইংল্যান্ড দলে ফেরানো হয়েছে জনি বেয়ারস্টোকে। তবে ১৫ সদস্যের দলে নেই জোফরা আর্চার। চোটের কারণে ইংল্যান্ডের পুরো গ্রীষ্ম মৌসুম থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। কাউন্টি ক্রিকেট খেলার সময় কুঁচকিতে সামান্য চোট পান অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। শঙ্কা থাকলেও তাকে দলে রেখেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড-
বেন স্টোকস, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেঞ্চ, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি পোপ, জো রুট, ক্রিস ওকস এবং মার্ক উড।
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, পিজে মুর, কনোর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post