নিজস্ব প্রতিবেদকঃ সাদা পোশাকে ফর্মের তুঙ্গে কেন উইলিয়ামসন। নিজের খেলা সবশেষ চার টেস্টের সবকটিতেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। বুধবার সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন ডানহাতি এই ব্যাটার। সব মিলিয়ে এটি তার ২৯তম সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে নয় ইনিংসে চতুর্থ।
এ নিয়ে টানা চার ম্যাচে শতক ছোঁয়া ইনিংস খেললেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আজ ১৮৯ বলে ১১ চারে মাইলফলক পূর্ণ করেন। ৭৭ ওভারে কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ২৫৯ রান। উইলিয়ামসন ১০৩, কাইল জেমিসন ২ রানে খেলছেন।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬২ রান করেছে সফরকারীরা। এখনো পিছিয়ে আছে ৪৮ রানে। উইলিয়ামসনের সঙ্গে ক্রিজে আছেন কাইল জেমিসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post