স্পোর্টস ডেস্কঃ চার বছরের অপেক্ষা ফুরিয়েছে উইন্ডিজের। বার্বাডোজে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। সবশেষ ২০১৯ সালে এই ফরম্যাটে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারিয়েছিল তারা।
গতরাতে রোহিত শর্মা ও বিরাট কোহলিবিহীন ভারত প্রথমে ব্যাট করে গুটিয়ে যায় ১৮১ রান। রান তাড়ায় ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শাই হোপের দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালোই ছিল। ঈশান কিষান ও শুভমান গিলের উদ্বোধনী জুটি ১০০ বলের মধ্যে ৯০ রান তুলে ফেলে।
১৭তম ওভারে গুদাকেশ মোতি ফেরান ৪৯ বলে ৩৪ রান করা গিলকে। এরপরই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। ইশান ৫৫ বলে ৫৫ রান করে বিদায় নেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। দুই ওপেনারের বিদায়ের পরবর্তী পাঁচ ওভারে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনও উইকেট হারান। আগের ম্যাচের মতোই ১১৩ রানে ৫ ব্যাটার বিদায় নেন ভারতের।
পরবর্তী ব্যাটাররা সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি। সূর্যকুমার যাদব ২৪, শার্দূল ঠাকুর ১৬ এবং রবীন্দ্র জাদেজার ব্যাটে আসে ১০ রান। ফলে মাত্র ৪০.৫ ওভারে ১৮১ রানে থেমে যায় ভারতীয় ইনিংস। উইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন মোতি ও শেফার্ড। বোলারদের এই সাফল্যের পথ ধরে শেষে প্রায় চার বছর জয় এনে দেন ব্যাটাররা।
জবাব দিতে নেমে দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাতটা হানে শার্দুল ঠাকুর। ৩৬ রানে ব্যাট করতে থাকা কাইল মায়ার্স ফেরেন। ১৫ রানে ব্যাট করতে থাকা দলের আরেক ওপেনার ব্রেন্ডন কিংও টিকতে পারেন নি। তাকেও ফেরান ঠাকুর। এরপর আলিক আথাঞ্জিকে (৬) দ্রুতই ফেরান এই বোলার।
শিমরন হেটমায়ার্স ৯ করে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ, কিয়েসি কার্টিকে সঙ্গে করে গড়েন ৯১ রানের ম্যাচজয়ী জুটি। ১২০ বলে ৬৩ রানে অপরাজিত থাকা অধিনায়কে ৪৮ রানের মাধ্যমে দারুণ সঙ্গ দিয়ে ১৩ ওভার ২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। ভারতের হয়ে ঠাকুর তিনটি উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post