স্পোর্টস ডেস্কঃ গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে ম্যাচের পর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন রশিদ খান। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন এই আফগান লেগ স্পিনার।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চার মাস পর দলে ফেরা রশিদ খান এই সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন। অভিজ্ঞ এই লেগ স্পিনারের পাশাপাশি চোট কাটিয়ে দলে ফিরেছেন রহস্য স্পিনার মুজিব উর রহমানও।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে আফগানিস্তান। হাজরাতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, কারিম জানাত, শারাফউদ্দিন আশরাফ, কাইস আহমাদ বাদ পড়েছেন। ওয়ানডে অভিষেকে আলো ছড়িয়ে টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোটে। টি-টোয়েন্টি দলে আরেক নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার ইজাজ আহমাদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ আফগানিস্তানের। আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দুদলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি বড় ব্যবধানে জিতেছিল আইরিশরা। এরপর ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জেতে হাসমাতউল্লাহ শহিদীর দল। ওয়ানডে সিরিজের এক ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। দুই দলের টি-টোয়েন্টি সিরিজটি শুরু শুক্রবার। পরের দুই ম্যাচ রোববার ও সোমবার। তিনটি ম্যাচই হবে শারজাহতে।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আটাল, ইজাজ আহমাদজাই, ইসহাক রাহিমি, মোহাম্মদ নবি, নানগেয়ালিয়া খারোটে, আজমতউল্লাহ ওমারজাই, নুর আহমেদ, মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ মালিক, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post