স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টি হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল তারা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার রাতে বড় জয় পেয়েছে আফগানরা। শারজাহতে আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ফিফটিতে ১৫৫ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে আফগান পেসারদের তোপের মুখে পড়া আয়ারল্যান্ড অলআউট হয় মাত্র ৯৮ রানে। ৫৭ রানের বড় জয় পায় রশিদ খানের দল।
দারুণ ব্যাট করার সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন জাদরান। আর সিরিজ সেরা হয়েছেন রশিদ। দীর্ঘদিন পর ফেরার সিরিজে সেরার তকমা পেয়েছেন এই লেগ স্পিনার। এই সিরিজের আগের দুই ম্যাচে সাত উইকেট শিকারি রশিদ খান এবার চার ওভারে ১২ রান দিয়ে নেন এক উইকেট। চোট কাটিয়ে চার মাস পর ফিরেই ম্যান অব দা সিরিজ এই লেগ স্পিন তারকা। এদিকে গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনো ধরনের ক্রিকেটই খেলেননি রশিদ। ওই চোটের জন্য নভেম্বরে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে।
গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরলেও কোনো ম্যাচ খেলতে পারেননি রশিদ। পরে বিগ ব্যাশ, এসএটোয়েন্টি ও পিএসএল থেকেও নাম সরিয়ে নেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে দলেও রাখা হয়নি তাকে পুরোপুরি সেরে না ওঠায়। অবশেষে টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন তিনি। আর ফেরার সিরিজে দলকে জেতালেন ট্রফি। নিজে ৩ ম্যাচে ১২ ওভার বল করে মাত্র ৭২ রান দিয়ে নেন ৮ উইকেট। রান খরচ করেছেন ওভারপ্রতি প্রায় সাড়ে ৫। সিরিজে দ্বিতীয় সর্বচ্চ উইকেটশিকারী জশুয়া লিটন। ৬ উইকেট নিয়েছেন আইরিশ এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post