স্পোর্টস ডেস্কঃ আইপিএলে তৃতীয় জয় পেয়েছে গুজরাট টাইটান্স। রান তাড়ায় চাপে পড়া দলকে শেষ মূহুর্তে বাউন্ডারি হাঁকিয়ে স্বস্তি এনে দেন রাহুল তেওয়াতিয়া। পাঞ্জাব কিংসের করা ১৫৩ রানের জবাবে ১ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় গুজরাট। আসরে চার ম্যাচ খেলে তৃতীয় জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
পাঞ্জাবের মাঠে ১৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় গুজরাট। শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ৪৮ রানের জুটি পায় তারা। শেষ দিকে আউট হওয়া গিল দেখা পেয়েছেন ফিফটির। ডানহাতি এই ব্যাটারে জয়ের ভিত পাওয়া বর্তমান চ্যাম্পিয়নদের হাসি এনে দিয়েছেন তেওয়াতিয়া ও ডেভিড মিলার।
তাড়া করতে নেমে সাহা আউট হয়েছেন ১৯ বলে ৩০ রানের ইনিংস খেলে। সাই সুদর্শন ফেরেন ২০ বলে ১৯ রান করে। একপ্রান্ত আগলে রেখে গুজরাটের ইনিংস এগিয়ে নিয়েছেন গিল। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ফিরেছেন মাত্র ৮ রান করে।
তবে গুজরাটকে জয়ের পথেই রেখেছিলেন গিল ও মিলার। তবে শেষ ওভারে গিল ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দলটি। তাঁর ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস। তবে তেওয়াতিয়া আর মিলার গুজরাটকে জয় এনে দেন। ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন মিলার। ২ বলে ৫ রান করেন তেওয়াতিয়া। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, কাগিসো রাবাদা, হারপ্রীত ব্রার ও স্যাম কারান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। তবে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় শূন্য রানেই সাজঘরে ফেরেন প্রভসিমরন সিং। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাটও হাসেনি এদিন। ৮ বলে করেছেন মোটে ৮ রান।
ম্যাথিউ শর্ট ২৪ বলে ৩৬ রান করে ফিরেন রশিদ খানের ঘূর্ণিতে। শর্টের বিদায়ের পর রানের গতি কমেছে বেশ। চতুর্থ উইকেটে ভানুকা রাজাপাকসে এবং জিতেশ শর্মা ৩৭ রান যোগ করেন ৩৪ বল খেলে। জিতেশ ২৫ রান করে ফিরলে ২৬ বলে ২০ রান করে ফেরেন রাজাপাকসে। শেষদিকে এসে দ্রুত কিছু রান তোলার চেষ্টা করেন শাহরুখ খান।
৯ বলে ২২ রান করে শাহরুখ ফিরেছেন রান আউট হয়ে। কারানের ব্যাট থেকে এসেছে ২২ বলে ২২ রান, আর হারপ্রীত ব্রার অপরাজিত ছিলেন ৮ রানে। গুজরাটের হয়ে রশিদ ২৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর গুজরাটের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে ১৮ রানে দুই উইকেট নিয়েছেন মোহিত শর্মা। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন ডানহাতি এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post