নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ ভালো অবস্থানে থেকেই চা বিরতিতে গিয়েছিল। তবে সেখান থেকে ফিরেই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে দল। আউট হয়ে ফিরেছেন সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১২৬ রানের মাথায় কাঁটা পড়েন ম্যাকব্রিনের বলে।
৬৮তম ওভারের দ্বিতীয় বলে লং অনে মুশফিক ক্যাচ আউট হন। দারুণ ডাইভ দিয়ে কমিন্স সেটি লুফে নেন। নিজের দশম টেস্ট সেঞ্চুরির ইনিংসটি মুশফিক সাজিয়েছেন ১৫ বাউন্ডারি ও ১ ছক্কার মারে। এই তারকার বিদায়ে খানিকটা বিপাকেই পড়লো বাংলাদেশ।
এখন স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। এছাড়া লড়াই করার মতো ব্যাটিং পারেন কেবল তাইজুল ইসলাম। লোয়ার অর্ডারে তেমন কেউ ভালো ব্যাট চালাতে পারেন না। আর তাই দ্রুত অলআউট হওয়ার শঙ্কা আছে। এতে করে লিডও বড় হবে না। অনভিজ্ঞ আইরিশদের বিপক্ষে দ্রুত অলআউট হওয়াও লজ্জার ব্যাপারই!
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৭০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৩ রান। ৪২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩২ রান করে অপরাজিত আছেন মিরাজ। ৭ বলে খেলে ১ রানে অপরাজিত তাইজুল ইসলাম।
এর আগে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান। এই সেশনে বাংলাদেশ ২৭ ওভার খেলে ১৪৬ রান সংগ্রহ করে। বিপরীতে হারিয়েছে দুই সেট ব্যাটার সাকিব আল হাসান ও লিটন দাসের উইকেট। যা খানিকটা দুঃশ্চিন্তায় ফেলে বাংলাদেশকে। তবে সেখান থেকে মুশফিক ও মিরাজের জুটি স্বস্তি জোগাচ্ছিল টাইগারদের। এবার সেটিতেও ভাঙন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post