স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। পারিবারিক সিদ্ধান্তে এই ড্যাশিং ওপেনারকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। পবিত্র রমজানে ডিপিএল চলাকালে অসুস্থ হয়ে ছিলেন তিনি। জীবন-মৃত্যুর লড়াইয়ে অসংখ্য মানুষের প্রার্থনায় নতুন জীবন ফিরে পেয়েছেন এই তারকা।
সাভার বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্থানীয় কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়। সেখানে দু’দিন চিকিৎসার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তামিম ইকবালকে।
ঢাকা চিকিৎসা শেষে ঈদের আগে নিজের বাসায় ফেরেন তামিম ইকবাল। তবে তখনি জানানো হয়েছিলো, ঈদের পর দেশের বাইরে নেওয়া হবে। সিঙ্গাপুর ও থাইল্যান্ড আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরে তামিমের চিকিৎসার সিদ্ধান্ত হয়েছে। আগামিকাল সোমবারই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে তামিম।
জানা গেছে, তামিমের সিঙ্গাপুরের ভিসা আগে থেকেই ছিল। তবে ভ্রমণের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় এতদিন তাকে দেশের বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আগের থেকে কিছুটা সুস্থতা অনুভব করছেন তিনি। ফলে পারিবারিক সিদ্ধান্তে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তাকে। তামিমের স্ত্রী আয়েশা ইকবাল, বড় ভাই নাফিস ইকবাল সিঙ্গাপুরে যাচ্ছেন তার সঙ্গে।
২৪ মার্চ বিকেএসপিতে মোহামেডানের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। শুরুরতে মাইনর অ্যাটাক হলেও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এরপর তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তুু সে সময় তামিমের পালস পাওয়া যাচ্ছিলো না। একজন ফিজিও টানা ২২ মিনিট ধরে সিপিআর দেন তামিম ইকবালকে। মূমূর্ষ অবস্থা দেখে হেলিকপ্টারে না উঠিয়ে তাকে পুনরায় সাভারের ওই হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা দ্রুত তামিমের হার্টে রিং পরান। এরপরই তামিমের জ্ঞান ফিরে আসে। সেখানে দু’দিন চিকিৎসা নেওয়ার পর বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার ঢাকার এভারকেয়ার হাসপাতালে আসেন। এবার যাচ্ছেন সিঙ্গাপুরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০