নিজস্ব প্রতিবেদকঃ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের ক্রিকেটারদের আধিক্য বেশি। আন্তর্জাতিক ব্যস্ততা নেই, পিএসএল চলে গেছে ফেব্রুয়ারি-মার্চে। তাই অনেক তারকারা খেলতে এসেছেন এখানে। পারফর্ম করছেন দারুণভাবে। বিপিএলে তারা সফল হয়েছেন, দলও ভালো করছে।
তবে পাকিস্তানি ক্রিকেটারদের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। কেন এমনটা হচ্ছে, এর কারণও ব্যাখ্যা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানিয়েছেন, চিন্তা-ভাবনায় পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে খুব বেশি পার্থক্য নেই ক্রিকেটীয় দিক থেকে।
সালাউদ্দিন বলেন, ‘মৌলিক পার্থক্য একটা আছেই, আমাদের ছেলেদের বড় শট খেলার সামর্থ্য কম। মানতে হবে এটা। খুব কম ছেলে আছে, বড় শট খেলতে পারে। আর মানসিকতায় কিছু ক্রিকেটার তো আলাদা থাকেই। শীর্ষ পর্যায়ে যারা খেলে, তাদের মানসিকতা অন্যরকম। আমাদের দুই-চারজন আছে, যাদের মানসিকতা খুব শক্ত। কিন্তু বাকিদের মানসিকতা অতো শক্তিশালী নয়।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আমি যদি আমাদের রিজওয়ানের কথা বলি, তার নিবেদনের মাত্রা কল্পনা করতে পারবেন না। খেলাটা নিয়ে যেভাবে চিন্তা করে, নিজেকে যেভাবে গুছিয়ে রাখে বা গোটা দল আগলে রাখে, সেই লেভেলের নিবেদন খুব কম ছেলেরই আছে (বাংলাদেশে)। খুব বেশি পার্থক্য যে, তা নয়। কিছু আছে… আসলে চিন্তা-ভাবনা, নিজেকে আরও বড় জায়গায় দেখা বা চিন্তা করা, গুছিয়ে রাখা, নিজেকে আরও সামনের দিকে নিয়ে যাব। এই জায়গায় আমাদের ছেলেদের ঘাটতি আছে। এখানে উন্নতি করতেই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post