স্পোর্টস ডেস্কঃ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয় ভারত। সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হয় দলটিকে। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পাত্তায়ই পায়নি মেন ইন ব্লু’রা। দেখে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার। আর সেই হারে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বমঞ্চে ট্রফির রেস থেকে ছিটকে যায় মেন ইন ব্লু’রা। শিরোপা খরা কাটাতে গিয়ে আরও একবার স্বপ্নভঙ্গ হয় রোহিত শর্মার দলের।
বিশ্বকাপে এমন ব্যর্থতার জেরে ভারত দলের ভেতর আগুন জ্বলে উঠে। যার জের ধরে ছাঁটাই করা হয় নির্বাচক প্যানেলকে। চেতন শর্মার নেতৃত্বাধীন ৪ সদস্যের পুরো নির্বাচক প্যানেলকে বরখাস্ত করে বিসিসিআই। এরপরই নতুন নির্বাচক প্যানেলের জন্য আবেদন গ্রহণ।
সেই নির্বাচক প্যানেল গঠণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেখানে বড় চমক। মাস দুয়েক আগেই বরখাস্ত হওয়া সেই চেতন শর্মাকেই ফের প্রধান নির্বাচক করেছে বিসিসিআই। সাবেক এই ক্রিকেটারই থাকছেন রোহিত-কোহলিদের প্রধান নির্বাচকের ভূমিকায়।
তবে চেতন শর্মা প্রধান নির্বাচক হলেও, তার প্যানেলের সদস্যরা পাল্টে গেছে। আর ৪ জন নির্বাচক নিয়োগ দেওয়া হয়েছে। যারা কিনা গেল প্যানেলে ছিলেন না। তারা হলেন শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জী, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরৎ। এর আগে চার সদস্যের নির্বাচক প্যানেল থাকলেও, এবার পাঁচ সদস্যের করা হয়েছে। প্রায় ছয়শ আবেদনের মধ্য থেকে এই পাঁচ জনকে বেঁছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post