স্পোর্টস ডেস্ক:: ব্যাট হাতে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। তবুও দলকে জেতাতে পারলেন না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। রাজস্থান রয়্যালস শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। শেষ ওভারে ২১ রানের সহজ সমীকরণও মেলাতে পারেননি ধোনী। দুই ওয়াডের ওভার থেকে জাদেজাকে নিয়ে ক্যাপ্টেনকুল খ্যাত এই ক্রিকেটার নিতে পেরেছেন মাত্র ১৭ রান।
আগে ব্যাট করা রাজস্থান রয়ল্যাস জস বাটলারের হাফ সেঞ্চুরিতে ১৭৫ রান তুলে। জবাবে খেলতে নামা চেন্নাই সুপার কিংসের শেষ ওভারে প্রয়োজন ছিলো ২৫ রান। সন্দীপ শর্মার ওভার থেকে ধোনী রবিন্দ্র জাদেজা তুলতে পারেন ১৭ রান। ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাইকে।
১৭৬ রানের টার্গেটে খেলতে নামে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি ধোনী। দুই ওয়াইডের শেষ ওভারে দুই ছক্কা হাঁকান ভারতীয় এই তারকা। সঙ্গে তিন সিঙ্গেল। তাতেই শেষ ম্যাচ। ওভারের প্রথম দুই বল ওয়াইড দেন সন্দীপ। পরের বৈধ বল, অর্থাৎ প্রথম বলে কোনো রান নিতে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক। পরের দুই বলে দুই ছক্কা হাঁকানা। শেষের তিন বলে তিন সিঙ্গেল। ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকা ধোনীর সঙ্গী হন ১৫ বলে ২৫ রানে অপরাজিত থাকা জাদেজা।
মাঝারি লক্ষ্যে খেলতে নামা দলটি শুরুতেই হারায় ওপেনার ঋতুরাজকে। ব্যক্তিগত মাত্র ৮ রানে সাজঘরে ফিরেন তিনি। আরেক ওপেনার ডেভন কনওয়ে ফিফটি হাঁকান। ছয় চারে ৩৮ বলে ৫০ রান করে সাজঘরে ফিরেন তিনি। ৩১ রান আজে অজিস্কা রাহানের ব্যাট থেকে।
রাজস্থানের হয়ে অশ্বীন ও চাহাল ২টি করে উইকেট লাভ করেন।
টস হেরে আগে ব্যাট করতে নামা রাজস্থানেও শুরুটা ভাল হয়নি। ১০ রানেই ফিরেন ওপেনার জসওয়াল। তবে আরেক ওপেনার জস বাটলার ফিফটি হাঁকান। তিন ছয় ও এক চারে ৩৬ বলে ৫২ রান করেন তিনি। ৩৮ রান করেন দেবদূত। ৩০ রান আসে অশ্বীনের ব্যাট থেকে। সমান ৩০ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার।
চেনানইয়ের হয়ে আকাশ, তুষার ও জাদেজা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post