স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ষোড়শ আসরের ফাইনাল নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ রানে জিতেছে মাহেন্দ্র সিং ধোনির দল। আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে ১৭২ রান করে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই। জবাব দিতে নেমে হার্দিক পান্ডিয়ার দল থামে ১৫৭ রানে।
চেন্নাইয়ের জন্য নিজেকে নিবেদিত রাখতে চান ধোনি। তবে শরীর ও মনের ওপর দিয়ে ধকল যে অনেক যায়, সেটিও তিনি তুলে ধরলেন ফাইনাল নিশ্চিতের পর। ধোনি বলেন, ‘চেন্নাইয়ের জন্য আমি সবসময়ই থাকব, সেটা খেলোয়াড় হিসেবে হোক বা মাঠের বাইরে যে কোনো ভূমিকায় বসে থেকে হোক।’
ধোনি আরো বলেন, ‘তবে আমি জানি না এখনও। সত্যি বলতে, ধকল যায় অনেক। গত চার মাস ধরে আমি বাড়ির বাইরে। গত ৩১ জানুয়ারি বাড়ি ছেড়েছি, কাজ শেষ করেছি, এরপর ২ বা ৩ মার্চ থেকে অনুশীলন শুরু করেছি। অনেক ধকল তাই যায়। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনেক আছে।’
ধোনি নিজের ভবিষ্যৎ ঠিক করবেন আগামী ডিসেম্বরে। তিনি বলেন, ‘আমি জানি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আরও ৮-৯ মাস সময় পড়ে আছে। ডিসেম্বরের দিকে ছোট একটি নিলামও হয়তো হবে। তাই এখনই কেন মাথা ঘামাব? সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post