স্পোর্টস ডেস্কঃ পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের নতুন আসরের। বৃহস্পতিবার (২১ মার্চ) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। তবে দল মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ থাকছে চেন্নাই ভক্তদের জন্য। আইপিএল শুরুর আগে অধিনায়কত্ব থেকে সরে গেছেন চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন মতে, ধোনিকে বাদ দিয়ে গায়কোয়াড়কে অধিনায়ক করার চমকপ্রদ এই সিদ্ধান্তটি চেন্নাই নয় বরং ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে। তবে এই ব্যাপারে কিছু জানায়নি চেন্নাই। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘২০২৪ আইপিএলের শুরুতে এমএস ধোনি সিএসকের নেতৃত্ব রুতুরাজ গায়কোয়াড়ের কাছে হস্তান্তর করেছেন। ২০১৯ সাল থেকে রুতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য, এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশা করছে চেন্নাই।’
আগামীকাল (শুক্রবার) থেকে আইপিএলের সপ্তদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে মোকাবিলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। তার একদিন আগেই এলো নতুন নেতৃত্বের ঘোষণা। এর আগে আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ থেকেই চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। মাঝে ২০২২ আসরে ভারতীয় এই কিংবদন্তিকে রেখে নতুন অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। তবে কয়েক ম্যাচ পরই আবার নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় ধোনির হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post