স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আক্রমণ-পাল্টা আক্রমণে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা জমেছিল বেশ। তবে পার্থক্য গড়ে দিয়েছেন স্কট ম্যাকটমিনে। বুধবার রাতে এই স্কটিশ মিডফিল্ডারের জোড়া গোলে চেলসির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড।
দারুণ এই জয়ে রেকর্ড গড়ল ইউনাইটেড। লিগে চেলসির বিপক্ষে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইল তারা। যেখানে আছে ৫ জয় ও ৭ ড্র। সবশেষ তারা হেরেছিল ২০১৭ সালের নভেম্বরে, স্ট্যামফোর্ড ব্রিজে। ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৩ সালের মে মাসের পর লিগ ম্যাচে আর জিততে পারেনি চেলসি।
১৯ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের শট চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া ঠেকিয়ে দিলেও পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের শটে স্কোরশিটে নাম লেখান ম্যাকটমিনে। প্রথমার্ধের শেষ মিনিটে সমতা ফেরায় চেলসি। মিখাইল মুদ্রিকের পাস ধরে বক্সে ঢুকে পড়েন কোল পালমার। তার সামনে প্রতিপক্ষের দুই খেলোয়াড়। জায়গা বানিয়ে নিচু শটে চমৎকার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান ২১ বছর বয়সী মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে আবারও এগিয়ে নেন ম্যাকটমিনে। আর্জেন্টাইন তরুণ আলেজান্দ্রো গারনাচোর ক্রসে বক্সে হেডে বল জালে জড়ান তিনি। বাকি সময়ে ইউনাইটেড যেমন ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে একাধিক, চেলসিও ম্যাচে ফেরার কয়েকটি সুযোগ পেয়েছে, কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি সেগুলো। স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
ঘরের মাঠে ইউনাইটেড গোলের জন্য শট নেয় মোট ২৮টি, যার ৯টি ছিল লক্ষ্যে। চেলসির ১৩ শটের ৩টি লক্ষ্যে ছিল। ১৫ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া চেলসি ১৯ পয়েন্ট নিয়ে দশে আছে। আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারানো অ্যাস্টন ভিলা ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে। চার নম্বরে শিরোপাধারী সিটির পয়েন্ট ৩০। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post