নিজস্ব প্রতিবেদকঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল। হোয়াইটওয়াশের মিশন নিয়ে খেলতে নামা টাইগাররা এদিন একাদশে তিন পরিবর্তন এনেছে। যার মধ্যে রয়েছেন তাসকিন আহমেদও। এই পেসারকে এদিন একাদশে রাখা হয়নি। যদিও টসের সময় আলাদা করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, কেন নেই তাসকিন।
তবে জানা গেছে, এই পেসার চোটে পড়েছেন। চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় পাঁজরে চোট পান। আর সেটি কাটেনি এখনও। ম্যাচের আগে সকালের অনুশীলনেও অস্বস্তি বোধ করেন তাসকিন। তাই বাড়তি কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না তাকে নিয়ে, বিশ্রামে রাখা হয়েছে। বর্তমানে বিসিবির চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাসকিনকে।
নিশ্চিতভাবেই এটি দুঃসংবাদ দলের জন্য। কারণ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজও। আর এমন মূহুর্তে তাসকিনের চোট দুঃশ্চিন্তা বাড়াল দলের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দারুণ করছেন তাসকিন। প্রথম ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post