নিজস্ব প্রতিবেদক:: অভিষেক টেস্টের পরই দল থেকে বাদ পড়ে গেলেন জাকের আলী অনীক। চট্টগ্রাম টেস্টের আগে চোটে পড়েছেন হবিগঞ্জের উইকেটরক্ষক এই ব্যাটার। ম্যাচের আগের দিনই দল থেকে বাদ পড়লেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা তার জায়গায় দ্বিতীয় টেস্টের দলে ডেকেছেন মাহিদুল ইসলাম অঙ্কনকে।
ঢাকায় সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন অনীক। অন্য ব্যাটারদের দেখানো পথেই হাটেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত একটা ইনিংস খেলেন। করেন ফিফটি। ৫৮ রানের নান্দনিক ইনিংসের পর সাজঘরে ফেরে। এবার চট্টগ্রাম টেস্টে মাঠেই নামার সুযোগ পেলেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোটের কারণে জাকের আলী অনীকের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তরুণ এই ব্যাটার কি ধরণের চোটে পড়েছেন? সেই বিষয়ে অবশ্য কোনো তথ্য জানা যায়নি। ম্যাচের আগের দিন সন্ধ্যায় তার চোটের খবর এলো গণমাধ্যমে।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেই জাতীয় দলে ডাক পান জাকের আলী অনীক। ঢাকা টেস্টে অভিষেকও হয় তার। টেস্ট দলে থাকায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেও খেলা হয়নি তার। চোটের কারণে এবার টেস্টই মিস করছেন তিনি। জাতীয় লিগের প্রথম রাউন্ডে ব্যাট হাতে দুর্দান্ত করা অঙ্কন পেলেন চট্টগ্রাম টেস্টে সুযোগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০