নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) সুপার লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসান। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই ওপেনার সুপার লিগে খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। সোমবার লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ১০৬ রান করেছেন জাকির।
গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েও খেলতে পারেননি জাকির। দুর্ভাগা ইনজুরি তাকে ছিটকে দেয় মাঠের বাইরে। খেলতে পারেননি ডিপিএলের প্রথম রাউন্ড। অবশেষে চোটমুক্ত হয়ে ২২ গজে ফিরেছেন এই ব্যাটার। আর ফেরার ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
বিকেএসপিতে আজ ১৩ চারে ১০৬ বলে ১০৬ রান করেন জাকির। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটারের এটি তৃতীয় সেঞ্চুরি। জাকিরের মাইলফলকের দিনে সতীর্থ শাহাদাত হোসেনও পেয়েছেন সেঞ্চুরির দেখা। রূপগঞ্জের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইম ব্যাংকের সংগ্রহ ৪২ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান।
১১৯ বলে ১০ চারে ১০৪ রান করে ফিরেছেন শাহাদাত। উইকেটে আছেন নাসির হোসেন ও আল আমিন জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post