স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বুধবার দিল্লিতে মার্কাস স্টোয়নিসকে ছাড়া একাদশ সাজিয়েছে অজিরা। চোটে পড়েছেন এই অলরাউন্ডার। তার বদলি হিসেবে খেলছেন ক্যামেরন গ্রিন। ডাচদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স।
ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২টিতিই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। আর বর্তমানে নেদারল্যান্ডস দলটাতে রয়েছে বেশকিছু ভালো ক্রিকেটার। ফলে অজিদের বিপক্ষে অঘটনও ঘটাতে পারে তারা।
নেদারল্যান্ডস একাদশঃ বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।
অস্ট্রেলিয়া একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post