স্পোর্টস ডেস্ক:: চোটগ্রস্ত কোনো ক্রিকেটারকে দলে চান না, চোট নিয়ে খেলা ক্রাইম বলে মন্তব্য করে গত ওয়ানডে বিশ্বকাপে তামিমকে দলে নেওয়ার পক্ষে ছিলেন না সাকিব আল হাসান। এবার সেই সাকিবের বিরুদ্ধে চোট নিয়ে খেলায় প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল।
চেন্নাই টেস্টে সাকিব খুব একটা বোলিং করেননি। যে কয়েক ওভার করেছেন রান বিলিয়েছেন দেদারছে। দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে ২১ ওভার বল করেন। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা।
টেস্টে সাকিবের এতো কম বোলিং নিয়ে ধারাষাভ্য কার্তিক মুরালি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওকে চেনার সুবাদে আমি জিজ্ঞাসা করি যে, ও কেন এত কম ওভার বল করছে। জবাবে যা বলে, তার পরে আর আমার কিছু বলার ছিল না।’
কার্তিক আরো বলেন, ‘ওর বোলিং আঙুলে অস্ত্রোপচার হয়েছে। যে জায়গাটায় বল ধরে, সেখানটা ফুলে ও শক্ত হয়ে রয়েছে। কার্যত অসাড় সেই জায়গাটা। সুতরাং, বল ধরার সময় কোনও অনুভূতিই হচ্ছে না ওর। একজন স্পিনারের এই অনুভূতিটা দরকার হয়। তাছাড়া ওর কাঁধেও সমস্যা রয়েছে। সুতরাং, কাঁধ আর আঙুলের চোট নিয়ে টেস্ট ক্রিকেটে বল করা সমস্যার।’
কার্তিকের এমন দাবির পর সাকিবের চোট লুকিয়ে খেলা নিয়ে ধারাভাষ্যকার তামিম ইকবাল বলেন, ‘মুরালি কার্তিক বলছে যে, আঙুলের চোটের জন্য সাকিবের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। তাই যদি হয়, তবে বাংলাদেশ চারজন প্রথম সারির বোলার নিয়ে মাঠে নেমেছে। টিম ম্যানেজমেন্টের জানানো উচিত, তারা এই চোট সম্পর্কে অবহিত কিনা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০