নিজস্ব প্রতিবেদক:: যোগ্যতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ারিং করবেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানে অনুষ্টিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষনা করেছে। গত বছর দু’এক থেকে দুর্দান্ত আম্পায়ারিং করা সৈকত প্রত্যাশিত ভাবেই আছেন সেই তালিকায়। চ্যাম্পিয়্স ট্রফির একক আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তির কারণে তাদের সঙ্গে যুক্ত হয়েছে সংযুক্ত আরব-আমিরাত। ভারতের ম্যাচ গুলো আরব-আমিরাতে হবে।
আগামি ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সেরা আট দলের শ্রেষ্টত্বের এই লড়াই। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে ম্যাচগুলো হবে।
১৫ ম্যাচ অফিসিয়ালের মধ্যে ১২ জন আম্পায়ার, তিনজন ম্যাচ রেফারি। এর মধ্যে ৬ জন আম্পায়ার২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও আম্পায়ারিং করেছেন। এবারো করবেন। বাকীরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্বপালন করবেন। রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল ও রড টাকাররা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার আম্পায়ারিংয়ে যুক্ত হয়েছেন, ছয় আম্পায়ার হলেন, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক,এহসান রাজা, শরফুদ্দৌলা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। চ্যাম্পিয়ন্স ট্রফির তালিকায় থাকা সব আম্পায়ারই সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন।
বাংলাদেশের আম্পায়ার সৈকত গত ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ম্যাচ পরিচালনা করে প্রশংসায় ভাসছেন। প্রযুক্তির বাইরে গিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর মার্চে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পান তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০