স্পোর্টস ডেস্ক:: ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে পারেনি পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের সামরিক দক্ষতা দেখিয়েছে দেশটি। অত্যাধুনিক যুদ্ধ বিমানে এয়ার শো করে বিশ্বকে জানিয়েছে দিয়েছে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুুত পাকিস্তানের সামরিক বাহিনী।
করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে দেশটির বিমান বাহিনী যুদ্ধ বিমানের মাধ্যমে এয়ার শো করে। পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) যুদ্ধবিমানগুলোর চোখ ধাঁধানো এয়ার শো প্রদর্শন করেছে। পিএএফ-এর জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ বিমান দুর্দান্ত অ্যারোবেটিক কৌশল মুগ্ধ করেছে সকলকেই।
মাঠের লড়াই শুরুর আগে এই আকর্ষণীয় এয়ার শো পরিচালনা করে পিএএফ-এর বিখ্যাত ‘শেরদিল’ দল। যারা নিখুঁত সমন্বয় ও অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। কয়েকদিন ধরেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় উদ্বোধনী ম্যাচের ভেন্যু করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দীর্ঘ প্রায় ২৯ বছর পর পাকিস্তান আয়োজন করছে আইসিসির বড় কোনো ইভেন্ট।
নিরাপত্তার অভাবে পাকিস্তানে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট এতোদিন আয়োজন করেনি আইসিসি। এবার তাই চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় নিজেদেরকে ‘নিরাপাদ’ প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করছে পাকিস্তান। খেলোয়াড়, অতিথি, দর্শক আর কর্মকর্তাদের নিরাপত্তায় বিশেষ ভাবে প্রশিক্ষিত ১৫ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০