স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব বন্টন করা হয়েছে। বাংলাদেশের আম্পায়ার শরফুদৌলা সৈকত গ্রুপ পর্বে দুই ম্যাচে থাকছেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। বাংলাদেশের ম্যাচগুলোতেও কারা আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সেটিও জানা গেছে।
পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিসিয়ালদের তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার কোন ম্যাচে কারা থাকছেন দায়িত্বে সেটিও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের আম্পায়ার সৈকত উদ্বোধীন ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবেন। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো অনফিল্ডে থাকবেন তার সঙ্গী হিসেবে। জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ড্রু পাইক্রফট।
গ্রুপ পর্বে আরেকটি ম্যাচে সৈকত অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন তিনি। এই ম্যাচেও তাঁর সঙ্গী জোয়েল উইলসন। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ও ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে ম্যাচে আম্পায়ারিং করবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচেও আম্পায়ার থাকবেন হোল্ডস্টক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে অন্য অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০