স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই প্রস্তুুতি বেশ ভালো হলো নিউজিল্যান্ডের। স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তিন জাতির টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো কেন উইলিয়ামসরা। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে দলটি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগে ব্যাট করা পাকিস্তান ২৪২ রান তুলেছিলো ব্যাটসম্যানদের প্রচেষ্টায়। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ডেরিল মিচেল ও টম লাথামের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৮ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। তিন জাতির টুর্নামেন্টটিতে অংশ নেওয়া অপর দল হলো সাউথ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের তিন বল আগে ২৪২ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ৭৬ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন সালমান আজহা। ৩৮ রান এসেছে তানভীর তাহিরের ব্যাট থেকে। ২৯ রান করেছেন বাবর আজম।
নিউজিল্যান্ডের হয়ে র্রুর্ক চারটি, মিচেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার দু’টি করে উইকেট লাভ করেন।
২৪৩ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড ডেরিল মিচেল ও টম লাথামের সেঞ্চুরিতে পাঁচ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারে ম্যাচ জিতে নেয়। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছেন ডেরিল মিচেল। ৫৮ বলের ইনিংসে ছয়টি বা্উন্ডারি হাঁকিয়েছেন তিনি। ৬৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেছেন টম লাথাম। পাঁচ চারে সাজিয়েছেন নিজের ইনিংসটি। এছাড়াও ৪৮ রান করেছেন ডেভন কনওয়ে। ৩৪ রান করেছেন কেন উইলিয়ামসন।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০