স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে উড়ানো হয়নি ভারতের পতাকা। সাধারণ ম্যাচ ভেন্যুগুলোতে দলগুলোর পতাকা লাগানো হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড অংশ নেওয়া দলগুলোর পতাকা উড়িয়েছে তাদের তিনটি ভেন্যুতে।
কিন্তুু ভারতের পতাকা উড়ানো হয়নি পাকিস্তানে। এনিয়ে সমালোচনা চলছে বেশ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি। তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে আয়োজন করা হয়েছে। এমনকি ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অধিনায়কদের ফটােসেশন ও সংবাদ সম্মেলনও করা যায়নি। কারণ ভারত তাদের অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠাতে রাজি হয়নি।
এর জবাবে পাকিস্তান এবার আয়োজক দেশে ভারতের পতাকা লাগায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুগুলোতে অন্য দেশগুলোর পতাকা লাগানো হলেও ভারতের পতাকা সেখানে নেই। এনিয়ে সমালোচনা চলছে বেশ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি গণমাধ্যমকে তাদের ব্যাখা দিয়েছে।
ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’ যোগাযোগের চেষ্টা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। পিসিবি আইএএনএস-কে বলেন, ‘আপনি জানেন, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তাদের ম্যাচ পাকিস্তানে এসে খেলবে না (ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে)। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেসব দেশ খেলবে, (শুধু) তাদের পতাকা উত্তোলন করা হয়েছে।’
পাকিস্তান বোর্ডের ওই সূত্র দাবি করেন, ‘ভারতীয় দল তাদের ম্যাচগুলো দুবাইতে খেলবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে আসেনি এবং তারা প্রথম ম্যাচ ভারতে বিপক্ষে দুবাইতে খেলবে। তাই তাদের পতাকা উত্তোলন করা হয়নি। অন্য যেসব দেশ এখানে এসেছে এবং পাকিস্তানে খেলবে, তাদের পতাকা স্টেডিয়ামে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেখানে খেলতে আসা দলগুলোর সম্মানে তাদের পতাকা উত্তোলন করা হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০