স্পোর্টস ডেস্ক:: নিরাপত্তার অভাবে তিন দশক থেকে পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজন করে না আইসিসি। অবশেষে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানে ফিরেছে আইসিসির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে তিন ভেন্যুর তিন শহর করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিকে।
তবে এরই মধ্যে এলো নেতিবাচক খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনেই দেশটিতে বন্দুকধারীরা হা ম লা চালিয়ে হ. ত্যা করেছেন এক পুলিশ কর্মকর্তাকে। করাচিতে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, টিক তখনি দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ বিভাগে বাজাউরে এই হামলার ঘটনা ঘটেছে। এমনিতেই নিরাপত্তার শঙ্কা দেখিয়ে ভারত পাকিস্তানে যায়নি খেলতে। তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করতে হয়েছে পিসিবিকে।
তবে পাকিস্তানের আশ্বাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশের মতো দলগুলো পাকিস্তানে খেলবে। তবে আজকের ঘটনা কিছুটা হলেও শঙ্কায় ফেলবে দলগুলোকে। দুপুরে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পিসিবি যুদ্ধ বিমানের এয়ার শো প্রদর্শন করে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই বার্তা সংস্থা এএফপি জানায়, বাজাউর জেলায় বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এএফপি জানিয়েছে, বুধবার বাজাউরায় পুলিশ সদস্যরা একটি পোলিও টিকাদান দলকে পাহারা দিচ্ছিলেন। এসময় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে বন্দুক ধারী রা গুলি করেন। তাতে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ সদস্য। বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ এএফপিকে বলেছেন, ‘দুই মোটরসাইকেল আরোহী এসে গুলি চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। তবে পোলিও টিকাদান দলের সবাই অক্ষত আছেন।’
পাকিস্তানে জঙ্গিরা কয়েক দশক ধরে টিকাদানকারী দল এবং তাদের নিরাপত্তা প্রদানকারী সদস্যদের টার্গেট করে আসছে। তাদের দাবি- পোলিং টিকাদান হারাম। ওয়াকাস রফিক নামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাজাউর জেলায় জঙ্গি হামলা ও নিরাপত্তাজনিত কারণে এ বছর পোলিও অভিযান শুরু করতে দেরি হয়েছে। তবে আজকের হামলার পরও ঘটনাস্থল ছাড়া জেলার সব এলাকায় টিকাদান অব্যাহত রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটম/নিপ্র/ডেস্ক/০০