স্পোর্টস ডেস্ক:: অপেক্ষা পালা শেষ হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দিয়েছে, জাসপ্রিত বুমরাহ থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। শেষ মূহুর্তে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করছেন ভারতীয় পেস তারকা। বোলিং ডিপার্টমেন্টে মূল অস্ত্রকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে যাচ্ছে রোহিত শর্মার দল।
মঙ্গলবার ছিলো আইসিসিতে নাম পাঠানোর শেষ দিন। এদিন রাতেই বিসিসিআই জানিয়ে দেয়, জাসপ্রিত বুমরাহ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করছেন। তবে তার জায়গায় কাকে দলে নেওয়া হয়েছে সেটি এখনো জানা যায়নি।
ভারতের ক্রিকেট সংশ্লিষ্টরা আশা করছিলেন বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআই খেলবেন। ফিটনেস পরীক্ষা দেবেন। তবে সেটি হয়নি। ইংলিশদের বিপক্ষে ওই ম্যাচে খেলছেন না তিনি। ম্যাচ ভেন্যু আহমেদাবাদের পরিবর্তে বুমরাহ গেছেন বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে (আগে যেটা ছিল ভারতের জাতীয় একাডেমি)।
পুর্নবাসন প্রক্রিয়া শেষে তিনি স্কোয়াডে ফিরবেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন এমন পরিকল্পনা ছিলো। সেই পরিকল্পনা অনুযায়ী হয়নি সব কিছু। ইংলিশদের বিপক্ষে খেলছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল আইসিসিকে জানানোর শেষ সময় মঙ্গলবারই। দিনবর অপেক্ষা শেষে রাতে বিসিসিআই জানায় বুমরাহকে ছাড়াই খেলবে যাবে ভারত।
একটি সূত্র জানিয়েছে,তার জায়গায় দলে নেওয়া হবে হার্শিত রানা। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দুই ম্যাচে খেলে চার উইকেট নিয়েছেন তরুণ এই পেসার। বিসিসিআইয়ের নির্বাচকেরা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়।যেই চোট দল থেকেই ছিটকে দিয়েছে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০