নিজস্ব প্রতিবেদকঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার (১২ জানুয়ারি, ২০২৫) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেন।
ফর্মহীনতায় থাকা লিটন দাস নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এছাড়া সাকিব আল হাসান আইসিসি থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় তাকে দলে রাখে নি বিসিবি। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে লিটনকে না রাখার পেছনে ফর্মহীনতার পাশাপাশি তার ওপর আস্থাও কমে যাওয়ার কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘লিটনের না থাকার কারণ ছন্দহীনতা। দীর্ঘদিন ধরে ওয়ানডেতে রানের তীব্র খরায় ভুগছে সে। আউট হওয়ার ধরনগুলোও অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লের যে সুবিধা নেওয়া দরকার। উইন্ডিজে আমরা তিনশর বেশি রানও করেছি। সেখানে (লিটনের) স্ট্রাইক রেট দেখুন… তিনি ক্রিজে থাকতে পারছেন না। স্ট্রাইক রেট নিয়ে সঙ্গীর ওপর চাপ চলে আসছে। তিন নম্বর ব্যাটসম্যান উন্মুক্ত হয়ে যাচ্ছে।’
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক না পাওয়ার দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এতদিন ক্রিস গেইলের দখলে ছিল। ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে ১০১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ওপেনার। ১৩ বছর পর এসে রেকর্ডে ভাগ বসালেন লিটন। আজ (রোববার) সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। ৮ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৪৪ বলে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০