স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আগামিকাল থেকে। তবে তার আগেই দলের সেরা পেস তারকাকে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউ পেসার লকি ফার্গুসেন শেষ মুহুর্তে বাদ পড়ে গেছেন দল থেকে। হ্যামস্ট্রিংয় ও ফুট ইনজুরিতে ছিলেন এই পেসার। অনুশীলন ম্যাচ চলাকালে পুরো শক্তিতে বল করতে পারেননি। এরপরই নিউজিল্যান্ড তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লকি ফার্গুসেনের জায়গায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দলে নিয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে টি-২০ লিগে ডেজ়ার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন ফার্গুসন। এই টুর্নামেন্টটি খেলার সময় চোটে পড়েন নিউজিল্যান্ডের এই পেস তারকা। এরপরও তাকে দলে রেখেছিলো বোর্ড।
রোববার আফগানিস্তানের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে এক স্পেলে বোলিংও করেন ফার্গুসন। তবে চোটের কারণে নিজের মতো করে বোলিং করতে পারেননি ফার্গুসেন। ম্যাচের পরই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনফিট ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এই তারকাকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড এই ব্যাপারে বলেন, ‘আমরা সত্যিই লকির জন্য হতাশ। সে বোলিং গ্রুপের একজন গুরুত্বপূর্ণ অংশ এবং তার অনেকগুলো বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি যে সে আরেকটি বড় ইভেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমরা তার আরোগ্য কামনা করি এবং আশা করি সে শীঘ্রই ফিরে আসবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজ়িল্যান্ডের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই করাচিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজ়িল্যান্ড। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। ভারতের বিপক্ষে দুবাইয়ে ২ মার্চ খেলবে নিউজল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০