স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে গ্রুপ পর্বের লড়াই শেষ হবার পর এবার রাউন্ড অব সিক্সটিনের লাইনআপ নির্ধারিত হলো। সোমবার সুইজারল্যান্ডের নিয়নে সেই ড্র’তে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
শেষ ষোলোতে বার্সার প্রতিপক্ষ ইতালির ক্লাব নাপোলি। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে গেল দুই আসরে গ্রুপ পর্বের বাঁধা পেরোতে পারেনি কাতালান জায়ান্টরা। এবার সেটি টপকালেও, শেষ ষোলোতে কঠিন লড়াই অপেক্ষা করছে জাভি হার্নান্দেজের শিষ্যদের জন্য। কারণ নাপোলি সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন।
এদিকে বার্সেলোনার তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছেন রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব লাইপজিগ। সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ এফসি কোপেনহেগেন। পাঁচ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাৎসিও।
এছাড়া কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে মুখোমুখি লড়বে ইন্টার মিলান-অ্যাথলেটিকো মাদ্রিদ, পোর্তো-আর্সেনাল, পিএসজি-রিয়াল সোসিয়েদাদ এবং পিএসভি আইন্দহোভেন-বরুশিয়া ডর্টমুন্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post