স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল পিএসজি। প্যারিসে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
গোড়ালির ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে দলকে এগিয়ে নেবার প্রথম সুযোগটাও পান ফরাসি তারকা। তবে তার নিচু শটে বাধা সোসিয়েদাদ গোলরক্ষক। বিরতির আগে লিড নিতে পারতো সফরকারীরা। তবে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর শট লাগে ক্রসবারে।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়েছে পিএসজি। স্কোরশিটে নাম তুলেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ৬৮ ম্যাচে ৪৪ গোল বিশ্বকাপজয়ী তারকার। মাত্র ২৫ বছরেই ছাড়িয়ে গেছেন সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে। চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে তার ৩১তম গোল এটি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে তার গোল ৪টি।
পিএসজির জয়ের আনন্দ বড় করেন ব্রাডলি বারকোলা। সোসিয়েদাদ গোলরক্ষককে ফাকি দেন ফরাসী তারকা। তাতে ২-০ গোলের জয় নিশ্চিত হয় ফ্রেঞ্চ জায়ান্টদের। আগামী ৫ মার্চ সোসিয়েদাদের মাঠে হবে ফিরতি লিগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post