স্পোর্টস ডেস্কঃ জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে কার্লো আনচেলত্তির দল সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে ৩-১ গোলে জিতেছে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও এন্দ্রিক।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে রিয়ালের জয়ের রাতে রেকর্ড গড়েছেন এন্দ্রিক। রিয়াল মাদ্রিদের সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ১৮ বছর ৫৮ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে গোলের কীর্তি গড়েছেন ব্রাজিলের তরুণ তুর্কী। ৮০ মিনিটে জুড বেলিংহ্যামের বদলি হিসেবে নেমে ভেঙেছেন ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেজের রেকর্ড।
ঘরের মাঠে প্রথমার্ধে গোল পায় নি রিয়াল। তবে বিরতির পরপর মাঠে নেমেই গোলের দেখা পায় স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে আসা বল ধরে পায়ের কারিকুরিতে এগিয়ে যান রদ্রিগো। গোলরক্ষককে এড়িয়ে বল পাস করেন এমবাপের কাছে। ফাঁকা জালে বল জড়াতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড। ৬৮ মিনিটে সমতা ফেরায় স্টুটগার্ট। কর্নার থেকে হেডে গোল করেন দলটির স্ট্রাইকার উন্দাভ।
ম্যাচের ৮৩ মিনিটে গিয়ে আবারও লিড নেয় রিয়াল। লুকা মদ্রিচের কর্ণারে সবার উঁচুতে লাফিয়ে বল জালে পাঠান রুডিগার। যোগ করা সময়ের শেষে জালের দেখা পান এন্দ্রিক। অবশ্য গোলের কিছুক্ষণ আগেই মাঠে নামানো হয়েছিল ব্রাজিলিয়ান এই তরুণকে। প্রতি-আক্রমণে বল পেয়ে দারুণ গতিতে অনেকটা এগিয়ে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন এই তারকা।