স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ তারকা রদ্রি চ্যাম্পিয়ন্স লিগের পর এবার উয়েফা নেশন্স লিগেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত রাতে নেশন্স লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
গোল শুন্য সমতায় থাকা ম্যাচ নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ভাগ্যের খেলায় ৫-৪ ব্যবধানে শিরোপা জিতে নেয় স্প্যানিশরা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলায় রদ্রির হাতেই উঠেই টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।
স্প্যানিশ এই মিডফিল্ডার এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। নেশন্স লিগের ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে শিরোপার স্বপ্ন ফিকে হয়েছে লুকা মদ্রিচের দলের।
রদ্রি ম্যানচেস্টার সিটির জার্সিতে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন, জিতেছেন এফএ কাপও। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও ইন্টার মিলানকে হারিয়ে সিটিকে শিরোপা জেতান তিনি। ফাইনালে জয় সূচক একমাত্র গোলটি তিনিই করেছিলেন।
এক মৌসুমে চার শিরোপা জিতেছেন রদ্রি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পর এবার নেশন্স লিগেরও সেরা খেলোয়াড়ের পুরস্কারটি নিজের করে নিলেন ২৬ বছর বয়সী এই তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post