স্পোর্টস ডেস্কঃ এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আছে আপন চেহারায়। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতেই জিতল ১৪ বারের শিরোপাজয়ীরা। সবশেষ গত রাতে ব্রাগাকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। তাতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ইউরোপ সেরার মঞ্চে অন্যতম সফল এই দল।
পর্তুগিজ ক্লাব ব্রাগাকে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠল রিয়াল। স্প্যানিশ ক্লাবটি ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন ব্রাহিম দিয়াজ। এরপর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন দুই ব্রাজিলিয়ান- ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।
ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খেতে পারতো রিয়াল। চতুর্থ মিনিটে লুকাস ভাসকেজের ফাউলে পেনাল্টি পেয়ে যায় ব্রাগা। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো দিয়ালো, ঝাঁপিয়ে শট ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন। দ্বাদশ মিনিটে দিয়াজ একবার জালে বল জড়ালেও ভিনির ফাউলের কারণে সেটা বাতিল ঘোষণা করেন রেফারি।
গোছালো আক্রমণে ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। রদ্রিগোর বাড়ানো বল থেকে স্বাগতিকদের লিড এনে দেন দিয়াজ। ফেরলান মেন্দির থ্রু পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন রদ্রিগো। সেখান থেকে গোল করেন দিয়াজ। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করলেও আর জালের দেখা পায়নি রিয়াল। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে রিয়াল। দুটি গোল আসে দুই ব্রাজিলিয়ান ভিনি জুনিয়র এবং রদ্রিগোর পা থেকে। লুকাস ভাসকেজের পাস ঠেকে ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। ফেদ্রিকো ভালভার্দের পাস ধরে ভাসকেজ বল বাড়ান বক্সের মাঝামাঝি আর প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনি। পরের গোলটিতেও আছে এই ফরোয়ার্ডের অবদান।
মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ করে গোলরক্ষকের ওপর দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন রদ্রিগো। ম্যাচের বাকিটা সময়ও দাপুটে ফুটবল খেললেও আর জালের দেখা পায়নি আনচেলত্তির দল। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post