স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার রাতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মোনাকোয় অনুষ্ঠিত হয় ৩৬ দলের ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের এই ড্র। নতুন নিয়মের এই ড্রয়ে কিছু অংশ হয় ম্যানুয়ালি এবং বাকিটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। এই ড্র অনুষ্ঠানে ছিলেন ফুটবল বিশ্বের দুই তারকা খেলোয়াড় জিয়ানলুইজি বুফন ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
নতুন ফরম্যাটে থাকছে না গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে। বার্সেলোনা ঘরের মাঠে খেলবে বায়ার্ন, আতালান্তা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে। কাতালান দলটির বাকি চার ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে। এই নিয়ে চার মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে এবারের প্রথম পর্বেই যেন মঞ্চস্থ হতে চলেছে গত মৌসুমের ফাইনাল! প্রথম পর্বেই যে মুখোমুখি হচ্ছে গত মৌসুমের দুই ফাইনালিস্ট রিয়াল-ডর্টুমন্ড। এদিকে, রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০