স্পোর্টস ডেস্কঃ টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের স্বপ্ন দেখছে এসি মিলান। মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে মিলান। ঘরের মাঠ সান সিরোয় একমাত্র গোলটি করেছেন ব্রাহিম দিয়াস। প্রতিযোগিতামূলক ফুটবল প্রিমিয়ার লিগের দলটির বিপক্ষে প্রথম জয় পেল ইতালির জায়ান্টরা।
ঘরের মাঠে সপ্তম মিনিটে এগিয়ে যায় মিলান। থিও হার্দান্দেজের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্পার্স গোলরক্ষক ফ্রেজার ফস্টার। ফিরতি বলে দিয়াসের শটও কোনোমতে ব্যর্থ করে দেন তিনি। কিন্তু ফিরতি বলে ডাইভিং হেডে জাল খুঁজে নেন দিয়াস।
শুরুতে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রিমিয়ার লিগের দলটিকে। তবে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় তারা। বল দখল ও আক্রমণে এগিয়েও যায়। কিন্তু শট ও লক্ষ্যে রাখা শটের বিবেচনায় এগিয়ে ছিল মিলান। ওই একটি গোল ছাড়া কোনো গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষায় পড়তে হয়নি।
অবশ্য শেষদিকে গোলের জন্য মরিয়া দেখা যায় দুই দলকেই। তবে আর জালের দেখা পায়নি কোনো দলই।আগামী ৮ মার্চ টটেনহামের মাঠে হবে ফিরতি লেগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post