স্পোর্টস ডেস্ক:: জাতীয় দল বা ক্লাব ফুটবল, সব মিলিয়ে ঠাসা সূচি থাকে। নিজেদের জন্য কোনো সময়ই যেনো নেই ফুটবলারদের হাতে। তার ওপর এবার চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট বদলেছে। তাতে বেড়ে গেছে ম্যাচ সংখ্যা। এমন পরিস্থিতিতে ধর্মঘটে যাওয়ার চিন্তা করছেন ইউরোপের ফুটবলাররা।
একের পর এক ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররা। ম্যাচের চাপে পড়ে চিড়ে চ্যাপ্টা তারা। এমন পরিস্থিতিতে ধর্মঘটের পরিকল্পনা তাদের। তেমনই ইঙ্গিত দিলেন ম্যানচেস্টার সিটির ইউরোজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
রাত থেকই চলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বুধবার ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে ম্যানসিটি। তার আগে রদ্রির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিলো ‘ঠাসা সূচির কারণে খেলোয়াড়েরা এবার ম্যাচ খেলতে অস্বীকার করবেন কি না?’
জবাবে রদ্রি বলেন, ‘মনে হয় আমরা সেটার খুব কাছাকাছি রয়েছি। পরিস্থিতি বোঝা খুব সহজ। যে কোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করে দেখতে পারেন। শুধু আমি নই, সবাই একই কথা বলবে। সবার মতামত একই।’
রদ্রি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে একটা সময় আসবে যখন আর কেউ কোনও মতামত দেবে না। আমরা সত্যিই চিন্তিত। কারণ দুর্ভোগটা আমাদেরই সহ্য করতে হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০