স্পোর্টস ডেস্কঃ ২০২৩-২৪ চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। মোনাকোয় অনুষ্ঠিত ড্র’তে মৃত্যুকূপে আছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। অন্যদিকে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গ্রুপে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ফাইনাল হবে আগামী বছরের ১ জুন, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। বর্তমান ফরম্যাটে এটিই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আসর। আগামী মৌসুম থেকে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৩৬।
ড্র শেষে কোন দল কোন গ্রুপে-
গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ ‘বি’: আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস
গ্রুপ ‘সি’: রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ ‘ই’: আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ ‘এফ’: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ ‘এইচ’: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ার্প
Discussion about this post