স্পোর্টস ডেস্ক:: এরিক টেন হাগের ম্যানচেষ্টার ইউনাইটেডের বিদায় ঘন্টা বাজলো। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইউরোপা লিগ থেকেও বিদায় নিতে হলো ম্যানইউকে। বায়ার্নের বিপক্ষে হারের পর দু’টি বড় আসর থেকে দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।
রাতের ম্যাচে বায়ার্ন মিউনিখ ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হয় টেন হাগের দলকে।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানইউ। মৌসুমের সবক’টি আসরেই জৌলসহীন দলটি। প্রিমিয়ার লিগেও ভালো অবস্থানে নেই, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়। আগেই বিদায় হয়েছে ইউরোপা লিগ থেকেও।
ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে জিতে কিছুটা সম্ভাবনা বেঁচে থাকতো দলটির। ওল্ড ট্র্যাফোর্ডে কোমানের একমাত্র গোলে বায়ার্নের জয়ে ম্যানইউকে বিদায় নিতে হয়েছে। ‘সি’ গ্রুপের একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে শেষ ষেলোতে গোলে কোমানরা।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ‘ড্র’য়ে ১৬ পয়েন্ট বায়ার্নের। গালাতসারইকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচে দুই জয়, দুই হার ও দুই ‘ড্র’য়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেছে কোপেনহেগেনও। ছয় ম্যাচে এক জয় ও এক ‘ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিল তলানির দল ম্যানইউ।
টিকে থাকার ম্যাচে ঘরের মাঠে নিজেদের সেরাটা খেলতে পারেনি ম্যানইউ। বিধ্বস্ত দলটি যেনোই আগেই বিধ্বস্ত হয়ে গেছে। একের পর এক হারের বৃত্ত থেকে বের হতে পারেনি টেন হাগের শিষ্যরা।
গোল শুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কোমানের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় বায়ার্নের। ৭০তম মিনিটে গোলটি হজম করে আরো শোধ দিতে পারেনি ম্যানইউ। ১-০ গোলের হারে মাথা নিচুঁ করে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post