নিজস্ব প্রতিবেদকঃ পর্দা নামতে যাচ্ছে বিপিএলের। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিরোপার লড়াইয়ে নামবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি, রানার-আপ দলের জন্য অর্থ পুরস্কার থাকছে এক কোটি। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের জন্য ১০ লাখ টাকা অর্থ পুরস্কার রাখা হয়েছে।
টুর্নামেন্টের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়।
এক নজরে ২০২৩ বিপিএলের প্রাইজমানি-
চ্যাম্পিয়নদের প্রাইজ মানি: দুই কোটি টাকা
রানার-আপ প্রাইজ মানি: এক কোটি টাকা
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: পাঁচ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: তিন লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার:পাঁচ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার: পাঁচ লাখ টাকা
টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: দশ লাখ টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post