স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মাঠে আতিথ্য নিতে যাওয়া ম্যানচেস্টার সিটি দেখল হার। বুধবার রাতে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। লিগে এ নিয়ে টানা চার ম্যাচে জয়বঞ্চিত থাকা সিটিকে পয়েন্ট টেবিলে টপকেও গেছে ভিলা।
এই হারে শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে গেল গত মৌসুমের ট্রেবল জয়ী ম্যান সিটি। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তারা। ১৫ ম্যাচে এখন ৩০ পয়েন্ট সিটির। লিগে ঘরের মাঠে টানা ১৪ ম্যাচজয়ী ভিলা আর একটি ম্যাচ জিতলেই নিজেদের ১৪৯ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে।
গত রাতে ৭৪ মিনিটে লিওন বেইলির গোলে এগিয়ে যায় ভিলা। পিছিয়ে পড়েও তেমন কোনো প্রতিরোধ দেখাতে পারেনি সিটি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সিটির বিপক্ষে ভিলা ২২ শট নেয়। যেখানে সিটি জালে জন্য শট নিয়েছে মাত্র ২ বার। ১৫ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিলা। টানা তিন ড্রয়ে সিটির অবস্থা এমনিতেই কিছুটা নাজুক হয়ে পড়েছে। সেখানে যোগ হলো এই পরাজয়। ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। শীর্ষে আছে আর্সেনাল। ৩৬ পয়েন্ট তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post